মুহিবুল আলম আশরাফ

  • চেয়ারম্যান

পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের বাণী

মুহিবুল আলম আশরাফ - চেয়ারম্যান

প্রিয় বাংলাদেশ বাসী,

আপনাদের প্রতি রইলো অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ।

"ফেভারিট সার্ভে ট্রেনিং ইনস্টিটিউট" তার অভিজ্ঞ প্রশিক্ষক মন্ডলী ও কলা কুশলীদের অক্লান্ত পরিশ্রমে আজ সুনাম অর্জন করে এতদূর এসে পৌছতে পেরেছে । এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও নির্বাহি পরিচালক জনাব এ.বি.এম. ফরিদুর ইসলাম বর্তমানে বাংলাদেশের সবচেয়ে প্রবীণ প্রশিক্ষক ও প্রবীণ পরিচালক । প্রতিষ্ঠালগ্ন থেকে তার হাত ধরে প্রতিষ্ঠানটি বাংলাদেশে ব্যাপক পরিচিতি ও সুনাম অর্জন করেছে । বাংলাদেশ বাসী ও অত্র প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক জনাব এ.বি.এম. ফরিদু্ল ইসলাম সহ সকল প্রশিক্ষক মন্ডলী ও কলা কুশলীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।

মুহিবুল আলম আশরাফ

  • চেয়ারম্যান
  • পরিচালনা পর্ষদ
  • ফেভারিট সার্ভে ট্রেনিং ইনস্টিটিউট
  • ৫৩-৫৪, মদিনা নগর, মিরপুর-১১
  • ঢাকা-১২১৬, বংলাদেশ
  • মোবাইল নং : ০১৬৮৪ -২০৭৯১৫

এ.বি.এম. ফরিদুর ইসলাম

  • নির্বাহী পরিচালক

নির্বাহী পরিচালকের বাণী

এ.বি.এম. ফরিদুল ইসলাম - নির্বাহী পরিচালক

সকলের প্রতি রইলো অসীম শুভেচ্ছা ।

"ফেভারিট সার্ভে ট্রেনিং ইনস্টিটিউট" একটি ক্রিয়েটিভ ইনস্টিটিউট । ১৯৭৭ সনে আমাদের এই ইনস্টিটিউট প্রতিষ্ঠালগ্নে ইহা ছিলো বাংলাদেশের দ্বিতীয় সার্ভে ট্রেনিং-এর বেসরকারী ইনস্টিটিউট । এর আগে ১৯৬০ সনে প্রতিষ্ঠিত বেসরকারী IV-47 সার্ভে ইনস্টিটিউট-এর গোড়াপত্তন থেকেই আমি আছি । ১৯৯৬ সনে IV-47 সার্ভে ইনস্টিটিউট বন্ধ হয়ে যায় । সেই থেকেই এই প্রতিষ্ঠান বাংলাদেশে অগ্রগামী সার্ভে ট্রেনিং ইনস্টিটিউট হিসাবে পরিচিতি লাভ করেছে ।

ফেভারিট সার্ভে ট্রেনিং ইনষ্টি্টিউটের প্রতিটি প্রশিক্ষক ও কলা কুশলী খুবই পারদর্শী ও অভিজ্ঞ । আমরা তৈরী করেছি উন্নত সিলেবাস ও উৎকৃষ্ট নোট । ইঞ্জিনিয়ারিং পাথর ভেঙ্গে আমরা সার্ভে শিক্ষাকে করেছি সহজ যাতে অল্প শিক্ষিতরাও সহজে অল্প সময়ে শিখতে পারে । বাংলাদেশের জনগনের সহায়তা পেয়েছি বলে আমারা এতদূর পৌঁছতে পেরেছি । ফেভারিট সার্ভে ট্রেনিং ইনষ্টি্টিউটের পক্ষ থেকে বাংলাদেশ বাসীকে, অত্র প্রতিষ্ঠানের প্রশিক্ষক মন্ডলী ও কলাকুশলীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিন্দন ।

এ.বি.এম. ফরিদুল ইসলাম

  • নির্বাহী পরিচালক
  • ফেভারিট সার্ভে ট্রেনিং ইনস্টিটিউট
  • ৫৩-৫৪, মদিনা নগর, মিরপুর-১১
  • ঢাকা-১২১৬, বংলাদেশ
  • মোবাইল নং :০১৭১৬-৩৫৫৪১৯

নাজমা আক্তার

  • কো-অর্ডিনেটর

আমাদের কথা

সকলের প্রতি রইলো অনেক অনেক শুভেচ্ছা ।

"ফেভারিট সার্ভে ট্রেনিং ইনস্টিটিউট" ১৯৭৭ সনের ১৭ই এপ্রিল প্রথমে ভোলা জেলায় বোরহান উদ্দিনে প্রতিষ্ঠিত হয় । এই প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন চার্জ তহশীলদার জনাব খোরশিদুজ্জামান । পরবর্তীতে ১৯৮৫ সনে এই প্রতিষ্ঠানের অফিস ঢাকায় স্থানান্তর করা হয় । প্রতিষ্ঠালগ্নে ছিলেন কলেজের অধ্যয়নরত অবস্থায় জনাব এ.বি.এম. ফরিদুল ইসলাম (বর্তমানে নির্বাহী পরিচালক) কলেজে অধ্যয়নরত জনাব বাহালুল আহসান (বর্তমান অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জেন), জনাব শহীদুল ইসলাম, জনাব আমির হোসেন , জনাব ওয়াজিঊল্লাহ বিশ্বাস প্রমুখ ।

ফেভারিট সার্ভে ট্রেনিং ইনস্টিটিউটের বৈশিষ্ট্য :-

  • * উন্নত সিলেবাস ও উৎকৃষ্ট সহজ নোট ।
  • * ডিজিটাল-এনালগ দুই পদ্ধতিতেই প্রশিক্ষনের ব্যবস্থা ।
  • * টোটাল স্টেশন ডিজিটাল সার্ভে প্রশিক্ষন ।
  • * সল্প সময়ে ও অল্প খরচে পাঠদান।
  • * অভিজ্ঞ শিক্ষকমন্ডলী ও কলাকুশলী বৃন্দ।
  • * সহজ ও উন্নত শিক্ষা পদ্ধতি ।
  • * প্রশিক্ষনের সাথে সাথে দক্ষতা অর্জনের ব্যবস্থা ।
  • * নোটের ফটোকপি দিয়ে বুঝিয়ে দেয়া হয় ।
  • * যেকোনো বয়সের সর্বনিম্ন অষ্টম শ্রেণী, সর্বোচ্চ মাষ্টার্স ডিগ্রী যেকোন পেশার যেকোন পুরুষ ও মহিলার জন্য প্রশিক্ষনের সুযোগ ।

অত্র প্রতিষ্ঠানের সহকারী পরিচালকবৃন্দ : জনাব মোঃ মুশফিকুর রহমান, জনাব আব্দুল করিম,জনাব মোঃ শামীম আহমেদ, জনাব মোঃ হাফিজুর রহমান (রিপন মাষ্টার), জনাব মোঃ শামীম আহসান, জনাব গাজী মোঃ আবুল কাওসার, জনাব মোঃ নূরুজ্জামান ।

বাংলাদেশে প্রথম ২ মাস মেয়াদী ও ১ মাস মেয়াদী সার্ভে ট্রেনিং কোর্স আমরাই প্রথম চালু করেছি ।

বর্তমানে ৬২ জেলায় পর্যায়ক্রমে অল্প খরচে ফেভারিট সার্ভে ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষন কার্যক্রম চলছে ।

ভালো থাকুন, সুস্থ থাকুন ।

নাজমা আক্তার

  • কো-অর্ডিনেটর
  • ফেভারিট সার্ভে ট্রেনিং ইনস্টিটিউট
  • ৫৩-৫৪, মদিনা নগর, মিরপুর-১১
  • ঢাকা-১২১৬, বংলাদেশ
  • মোবাইল নং :০১৭১৬-৩৫৫৪১৯

মোঃ হাফিজুর রহমান (রিপন মাষ্টার)

  • সহকারী পরিচালক

সহকারী পরিচালকের বাণী

মো: হাফিজুর রহমান (রিপন মাষ্টার) - সহকারী পরিচালক

ভূমি প্রকৃতির দান হইলেও ইচ্ছামত জোর পূর্বক উহার মালিক হওয়ার অবকাশ নাই। আমাদের মৃত্রিকা কোমল সূজলা-সুফলা তাই আইনি জটিলতা অনেক। ইহার ব্যাপক সমস্যা গত কারনে বহুকাল হইতেই, যার কারনে নানা ধরনের আইন প্রনিত হইয়াছে। ক্ষুদ্র পরিসরে সাধারণ ভাবে জমির পরিমাপ ও খতিয়ানের অংশ বন্ঠন বিভিন্ন আকৃতির জমি মেপে একর শতাংশ ও বিঘা কাঠায় বের করা, জমির সীমানা নির্ধারন, জমির ভাগ বাটোয়ারা, জমির বিভিন্ন হিসাব, নকশা সম্পর্কে সম্পূর্ন ধারনা, নকশায় জমির পরিমান বের করা, জরিপে বিভিন্ন আইনের ধারা, নামজারী, জমা খারিজ, খাস জমি ব্যবস্থাপনা, অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা, টোটাল ষ্টে্শন, ডিজিটাল সার্ভে, মুসলিম ফারায়েজ ও হিন্দু উত্তরাধীকারী আইন বিষয়ক পরামর্শ যাহাতে বাংলাদেশের প্রত্যেক মানুষ আমাদের কাছ থেকে অর্জন করতে পারে সে উদ্দেশ্যে আমার ক্ষুদ্র প্রয়াস। মনের ভাব প্রকাশের মাধ্যম হলো ভাষা, সেই ভাষা মানুষ উৎফুল্ল্যতার সহিত প্রকাশ করে । যখন জমিজরিপ শুরু হয় তখন প্রত্যেকে বাকশক্তি হারিয়ে ফেলে কিছু কিছু দালালের প্ররোচনায়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে, ঐ-সমস্ত অসহায় লোকের সমস্যা নিরসনের জন্য সর্বদা সচেষ্ট থাকব ইনশা-আল্লাহ।

মোঃ হাফিজুর রহমান (রিপন মাষ্টার)

  • সহকারী পরিচালক
  • ফেভারিট সার্ভে ট্রেনিং ইনস্টিটিউট
  • মোবাইল নং : ০১৭২৫ -৯৩৪০৩৯

Upcoming Events

Jan 24
Nelson Mandela Memorial Tribute

Cramton Auditorium 9:00 AM to 1:00 PM

Jan 24
OVADA Oxford Open

Posner Center 4:30 PM to 6:00 PM

Jan 24
Filming Objects And Sculpture

A70 Cyert Hall 12:00 PM to 1:00 PM